Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

বাংলাদেশ একটি জনবহুল দেশ। তন্মধ্যে  টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা একটি ঘনবসতিপূর্ণএলাকা । এখানে প্রতি বর্গকিলোমিটারে 1327 জন লোক বাস করে। 08 টি ইউনিয়ন 158 টি গ্রামনিয়ে গঠিত উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের 49 জন মাঠ ও ক্লিনিক কর্মীর সমন্বয়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতায় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহনকারী সক্ষম দম্পতির সংখ্যা 48,354জন (এপ্রিল/23) এবং গ্রহনকারীরmsL¨v 36,887 জন (এপ্রিল/23) গ্রহনকারীর হার (CAR) ৭6.29%। তন্মধ্যে পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) ৬7.31%। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার 0.51% যা জাতীয় পর্যায়ে 1.22%(সূত্রঃ বিবিএস)। মাতৃ মৃত্যুহার ও নবজাতকের মৃত্যুহার হ্রাসে 06 টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে 24/7 ঘন্টা প্রসূতি সেবা ব্যবস্থার মাধ্যমে গত 2022-2023 বৎসরে মোট 111 জন মাকে নিরাপদ স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়। ফলশ্রুতিতে মাতৃ মৃত্যুহার ও নবজাতকের মৃত্যুহার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।